Logo

জাতীয়

ইসির নিবন্ধন পেল আরও দুই দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫

ইসির নিবন্ধন পেল আরও দুই দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে আরও দুটি নতুন রাজনৈতিক দল। দল দুটি হলো বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি)।

গতকাল রোববার(২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের দাপ্তরিক ওয়েবসাইটে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় এ দুটি দলের নাম প্রকাশ করা হয়।

ইসি সূত্র জানায়, নিবন্ধনের পাশাপাশি নেজামে ইসলাম পার্টিকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘বই’ এবং বাংলাদেশ সমঅধিকার পার্টিকে দেওয়া হয়েছে ‘দোয়াত-কলম’।

নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আদালতের আদেশের ভিত্তিতে তারা নিবন্ধন পেয়েছেন। তবে শেষ সময়ে নিবন্ধন পাওয়ায় মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য তারা কোনো আবেদন করেননি।

অন্যদিকে বাংলাদেশ সমঅধিকার পার্টির চেয়ারম্যান সুশান্ত চন্দ্র বর্মন জানান, নিবন্ধন পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং তারা মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর জন্য নির্বাচন কমিশনে আবেদন করবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)।

এর মাধ্যমে এএমএম নাসির উদ্দিন কমিশনের সময়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে মোট ছয়টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেল। এর আগে গত ৪ ডিসেম্বর আমজনতার দল ও জনতার দল নিবন্ধন পায়। আমজনতার দল প্রতীক হিসেবে পায় ‘প্রজাপতি’, আর জনতার দল পায় ‘কলম’।

এরও আগে গত ১৮ নভেম্বর নিবন্ধন দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে। এনসিপির প্রতীক ‘শাপলা কলি’ এবং সমাজতান্ত্রিক দলের প্রতীক ‘কাঁচি’।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নতুন দল নিবন্ধনের জন্য চলতি বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। সময় বাড়ানোর পর ২২ জুন পর্যন্ত মোট ১৪৩টি দল আবেদন করে। নতুন ছয়টি দল যুক্ত হওয়ায় বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯টি।

এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। আর পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন-এর নিবন্ধন বাতিল করা হয়েছে।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর