নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১১
নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত’— আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
সাক্ষাতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্তি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাতে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ফেব্রুয়ারির নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং বিশেষভাবে শ্রম সংস্কারকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
অন্তর্বর্তী সরকারের নেওয়া নতুন শ্রম আইনকে ‘অসাধারণ ও ব্যতিক্রমধর্মী’ আখ্যা দিয়ে ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, এসব সংস্কার বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা অধিকাংশ মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান।
সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রসঙ্গেও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিদায়ী সাক্ষাতে এক বছরের দায়িত্বকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ট্রেসি অ্যান জ্যাকবসনকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে ভবিষ্যতে আবার বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এমএইচএস

