Logo

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

জমা পড়েছে ২ হাজার ৫৮২ মনোনয়নপত্র

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৮

জমা পড়েছে ২ হাজার ৫৮২ মনোনয়নপত্র

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের ভেতর সারাদেশে জমা পড়েছে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকও বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্রে জানা গেছে, মোট ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। 

নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বোচ্চ মনোনয়ন জমা পড়েছে ঢাকা অঞ্চলের ৬ জেলায় মোট ৪৪৪টি। আর সর্বনিম্ন ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় মোট ১৪২টি।

এর আগে সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর