ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। এদিন সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে ছিল চরম ব্যস্ততা ও উত্তাপ। সোমবার বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেন বিভিন্ন দলের নেতাকর্মী ও প্রতিনিধিরা। শেষ দিনে মনোনয়ন জমার এই হিড়িকের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত রূপ নেয়।
এই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়, যেখানে অসুস্থতার কারণে স্বাক্ষরের পরিবর্তে তার আঙুলের ছাপ নেওয়া হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬- দুটি আসন থেকেই মনোনয়নপত্র দাখিল করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন জমা দিয়ে বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের কুমিল্লা-১১ আসনে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিলের পর তাহের বলেন, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে এবং ডানপন্থি দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। একই দিনে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় নতুন করে এবি পার্টি যুক্ত হওয়ায় জোটের পরিধি আরও বিস্তৃত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা নেওয়ার ঘোষণা দিলেও দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত জানান। বিপরীতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতের দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দেন। একই দিনে এনসিপির একাধিক নেতা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবেও ছিল নানা চমক- কোথাও মা ও ছেলে একই আসনে মনোনয়ন জমা দিয়েছেন, আবার কুড়িগ্রামে এক ভাই বিএনপির ও অন্য ভাই জামায়াতের প্রার্থী হয়েছেন। আলোচিত ব্যক্তি হিরো আলম নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় মনোনয়নপত্র জমা দিতে পারেননি। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মনোনয়ন দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না। সব মিলিয়ে শেষ দিনের মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক সমীকরণ, জোট ও প্রতিদ্ব›িদ্বতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। এখন মনোনয়ন বাছাই, আপিল ও প্রত্যাহারের ধাপ পেরিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিকে তাকিয়ে দেশবাসী।
অবশ্য সর্বশেষ রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে কতজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন ও জমা দিয়েছেন তা জানা যায়নি।
শেষ দিনে মনোনয়নপত্র জমার হিড়িক, ভোটের সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা: নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন বেশির ভাগ প্রার্থী। তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৫টায় মনোনয়নপত্র জমার সময় শেষ। মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী ও তাদের এজেন্টরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেন।
ইসি কর্মকর্তারা জানান, রোববার পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এর মধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না-ইসি সচিব: সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর নির্বাচন ভবনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ। মনোনয়নপত্রের সময়সীমা ইসি বাড়াচ্ছে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘না। সময় বাড়ছে না।’
দিনভর কত মনোনয়নপত্র জমা পড়ল, জানতে চাইলে ইসি সচিব বলেন, পুরোটা সংকলন করা শেষ হলে রাত ১০টার দিকে তা জানাতে পারব।
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল, স্বাক্ষরের জায়গায় আঙুলের ছাপ: বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের (লালু) নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়। তবে খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে আঙুলের ছাপ নেওয়া হয়েছে।
মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত সাংবাদিকদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জানান তালুকদার বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি ইশারা-ইঙ্গিতে যোগাযোগ করছেন। মনোনয়নপত্রে খালেদা জিয়া স্বাক্ষরের বদলে তার আঙুলের ছাপ দিয়েছেন।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা: নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার এ দুই আসনে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ঢাকা-১৭: দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ সংসদীয় আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম।
বগুড়া-৬: তারেক রহমান ঢাকা-১৭ আসনের পাশাপাশি তার পৈতৃক এলাকা বগুড়ার সদর (বগুড়া-৬) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন। এই আসনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
সোমবার বেলা আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র দাখিল করা হয়।
দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে-মির্জা ফখরুল: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর আমরা বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, এ জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তারা আবারও আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
সোমবার দুপুরের দিকে তিনি ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে তার মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদকর্মীদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই- এখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারি তবে নিশ্চয়ই এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক, পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করার চেষ্টা করব।
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা: নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন দলটির একটি প্রতিনিধি দল।
জামায়াত আমিরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কাযনির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ পাঁচ জনের একটি প্রতিনিধি দল।
বিএনপি একা হয়ে পড়েছে- জামায়াতের নায়েবে আমির: নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সোমবার দুপুরে কুমিল্লা-১১ আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এক, এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে।
দুই, এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন, রাইটিস্ট বলতে যা বোঝায়, সেই দলসমূহ এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি, একদিকে কতিপয় মানুষ দু-একটি দল; অপর দিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।’
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না: এনসিপি আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ নাহিদের পাশেই ছিলেন।
নির্বাচনে প্রার্থী হচ্ছেন না মাহফুজ আলম: নির্বাচনে অংশ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম। রোববার ল²ীপুর-১ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা দেওয়ার শেষ দিন সোমবার তিনি তা জমা দেননি।
মাহফুজ আলম এসব তথ্য জানিয়েছেন। গত বছর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন মাহফুজ আলম। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
সরে দাঁড়ালেন সামান্তা শারমিন: নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা না করার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
সামান্তা শারমিন তার পোস্টে বলেন, মধ্যমপন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয়। ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত এনসিপিতে মতভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য।
হাদির আসন ঢাকা-৮ এ মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন: জামায়াতে ইসলামীর দশ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার বিকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার ওপরে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়েছে, শহীদ ওসমান হাদির যে পথ, সে পথকে বাস্তবায়ন করা। সাম্য ভাইয়ের (নিহত ছাত্রদল নেতা) হত্যার বিচার, পুরো বাংলাদেশে বাস্তবায়ন করা। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমাদের এই নির্বাচনটা বাস্তবায়ন করতে হবে, এটাও একটা বড় ধরনের চ্যালেঞ্জ। জোটের হয়ে আমি প্রার্থী হয়েছি, এখানে আমরা দুর্নীতি এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আজাদী স্লোগান নিয়ে ইনশাল্লাহ মাঠে থাকবো। যাতে ঢাকাকে সবচেয়ে ‘নিরাপদ ও সুরক্ষিত’ একটি জায়গা বানাতে পারি।
ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে-রুমিন ফারহানা: নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুর ২টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রার্থী জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
ময়মনসিংহ-৬ আসনে মা-ছেলের মনোনয়নপত্র জমা: সংসদ নির্বাচনে (ফুলবাড়িয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মা আখতার সুলতানা ও ছেলে তানভির আহামেদ রানা। সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির সাবেক প্রয়াত এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ আখতার সুলতানা ও তার ছেলে আমেরিকাপ্রবাসী তানভীর আহামেদ রানা। মা ও ছেলের মনোনয়নপত্র জমা দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এক ভাই বিএনপির, আরেক ভাই জামায়াতের প্রার্থী: নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে এক ভাই বিএনপির, আরেক ভাই জামায়াতের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিএনপি থেকে আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে তার ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিতে পারেননি হিরো আলম: নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছিলেন আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে নির্ধারিত সময়ের পরে আসায় তার মনোনয়নপত্র জম নেয়নি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা।
সোমবার বিকাল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর তিনি সেটি জমা দিতে যান।
জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি: জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১।
গতকাল সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তারা যুক্ত আছেন এবং আলোচনা চলমান।
রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়।
ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে দাঁড়াবেন না: ওসমান হাদির মতো যোগ্যতাসম্পন্ন না হয়ে ওঠা পর্যন্ত ইনকিলাব মঞ্চের কেউ ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, ‘কোনো সিমপ্যাথি (সহানুভূতি) নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াইতে চাই না। ইনকিলাব মঞ্চ কোনো দিন সিমপ্যাথির রাজনীতি করবে না। এটার নিশ্চয়তা দিচ্ছি।’
সোমবার বিকেলে রাজধানীর শাহবাগের অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এই ঘোষণা দেন।
এদিকে মনোনয়ন পত্র বাছাই; ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ: ৫-৯ জানুয়ারি। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা।
বিকেপি/এনএ

