Logo

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩

খালেদা জিয়ার মৃত্যুতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের শোক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এক শোকবার্তায় আহমেদ আকবর সোবহান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী ছিলেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক অগ্রযাত্রায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বসুন্ধরা গ্রুপ

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর