Logo

জাতীয়

খালেদা জিয়ার দাফনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:২৫

খালেদা জিয়ার দাফনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়টি উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনূস মৃত্যুর খবর পাওয়ার পর ফোন দিয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ১০টায় ক্যাবিনেট (উপদেষ্টা পরিষদ) মিটিং হবে এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে আলোচনা করা হবে। পরে দাফন ও জানাজার চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল বলেন, ‘এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন। আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।’

এদিকে প্রধান উপদেষ্টা আহ্বানে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে এরইমধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে রওয়ানা দিয়েছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

এসআইবি/এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর