খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করতেই এ সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
একই সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবেন। বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
এছাড়া খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আগমনের কথা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ের এসব প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
প্রসঙ্গত, দীর্ঘ ৪০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
এমবি

