Logo

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রীর শোক

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:১৮

খালেদা জিয়ার মৃত্যুতে নেপালের প্রধানমন্ত্রীর শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী (অন্তর্বর্তী) সুশীলা কার্কি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নেপাল সরকার ও জনগণের পক্ষ থেকে তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

সুশীলা কার্কি আরও বলেন, ‘বেগম জিয়া আজীবন জনসেবার এক উত্তরাধিকার রেখে গেছেন। তার স্থায়ী নেতৃত্ব দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। নেপালের একজন প্রকৃত বন্ধু হিসেবে নেপাল-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক।’

প্রসঙ্গত, দীর্ঘ ৪০ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর