খালেদা জিয়ার শোকবইতে কূটনীতিক-বিশিষ্টজনদের স্বাক্ষর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:০০
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজন স্বশরীরে এসে শোক প্রকাশ করছেন এবং স্বাক্ষর করছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় শোকবই খোলার পর দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি এসে শোক প্রকাশের পাশাপাশি স্বাক্ষর করেছেন।
ইতিমধ্যেই চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ ২৮ দেশের প্রতিনিধি শোকবইতে স্বাক্ষর করেছেন।
বিশিষ্টজন ও রাজনৈতিক নেতাদের মধ্যে কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান, মেজর জেনারেল (অব.) এ টি এম ওয়াহাব প্রমুখ শোকবইতে স্বাক্ষর করেছেন।
কূটনৈতিক কার্যক্রম সমন্বয় করছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান ও ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন। রাজনৈতিক নেতাদের স্বাক্ষর সমন্বয় করছেন যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শোকবইতে স্বাক্ষর কার্যক্রম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। প্রথম স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
এমবি

