Logo

জাতীয়

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের জনস্রোত মানিক মিয়া অ্যাভিনিউতে। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষবারের মতো একনজর দেখার এবং নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য ঢাকার পথে সর্বস্তরের লাখো মানুষ ছুটে আসছেন। বাস, ট্রেন বা লঞ্চ— যে যেভাবে পেরেছে সেভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল মঙ্গলবার রাত থেকেই রাজধানীর পথে যাত্রা শুরু হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় সেই জনস্রোত দৃশ্যমান হয়ে উঠেছে। দেশের নানা জেলা থেকে আগত নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে এই স্রোত আরও বেড়ে যায়। ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা নদীপথে সদরঘাটে এসে ঢাকায় পৌঁছান। একই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গসহ অন্যান্য জেলা থেকে আসা ট্রেন ও বাসগুলোতেও উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।

তীব্র শীত উপেক্ষা করে মঙ্গলবার গভীর রাত থেকেই মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় জমতে শুরু করে। অনেকেই ফুটপাতেই রাত কাটিয়েছেন, যাতে সকালে জানাজায় সামনের সারিতে থাকতে পারেন। বগুড়া থেকে আসা ৬২ বছর বয়সী কৃষক সাত্তার মিয়া বাসসকে বলেন, ‘ম্যাডাম হামাগের মা। ওনারে শেষবারের মতো দেখমু না, তা কি হয়? শরীর চলে না, তাও মনের জোরে আসছি। ওনার জানাজায় শরিক হতে পারলেই শান্তি।’

সরেজমিনে দেখা গেছে, সমবেত মানুষের চোখেমুখে শোকের ছায়া। দলীয় কার্যালয় ও সড়কগুলোতে উড়ছে কালো পতাকা। ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও আজ ভোর থেকেই মিছিলের মাধ্যমে মানুষ আসছে। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউর পথ ধরেছেন।

আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করবেন। এরপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন দেশের তিনবারের এই প্রধানমন্ত্রী। জীবনের শেষ মুহূর্তে পাশে ছিলেন তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর