Logo

জাতীয়

রাষ্ট্রীয় শোকে স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

রাষ্ট্রীয় শোকে স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষাটি আর হচ্ছে না বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, `পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) পরীক্ষার একটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে দ্রুতই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে ।'

এবারের নিয়োগে প্রতিযোগিতা নজিরবিহীন। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী। গড়ে প্রতিটি পদের জন্য লড়ছেন প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী। শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতেই এ পদক্ষেপ।

পরীক্ষা পেছালেও কঠোর নির্দেশনা অপরিবর্তিত থাকছে। প্রবেশপত্র ও মূল এনআইডি সঙ্গে আনতে হবে, সকাল ৯টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে, ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ এবং ব্লুটুথ শনাক্তে পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে ১৪৪ ধারা। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময় এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বিকেপি/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর