Logo

জাতীয়

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৩২

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খল এবং যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার শেষ বিদাকে ঐতিহাসিক বিদায় হিসেবে উল্লেখ করেন এবং জানান, দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে এই বিদায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসী এবং জানাজা-দাফন কাজে দায়িত্ব পালনরত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে।’

তিনি পোস্টে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের এবং সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তারেক রহমান আরও লিখেছেন, ‘গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর এটি সম্ভব হয়েছে যাঁদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।’

তিনি জানান, দেশনেত্রীর অন্তিম যাত্রায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অবিরত দায়িত্ব পালন করেছেন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল নারী ও পুরুষ সদস্যের কাজের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যার মধ্যে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, র‍্যাব ও এপিবিএন।

তারেক রহমান ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চসহ অন্যান্য নিবেদিত সদস্যদেরও সমানভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও স্মরণ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, তাঁদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থেকে সমবেদনা জানাতে পেরেছেন।

তিনি বলেন, ‘কয়েক বর্গ কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতিতেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা জানাজার খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’

তিনি মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর মন্ত্রিসভার সকল সদস্যেরও ধন্যবাদ জানান। তার পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া তারেক রহমান বিএনপি

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর