Logo

জাতীয়

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৪

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাচাই শেষে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

জানা গেছে, ভোটার তথ্যে গরমিল থাকায় তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে তাসনিম জারা তার নির্বাচনী হলফনামায় বাংলাদেশে চিকিৎসক হিসেবে বার্ষিক ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য উল্লেখ করেন। এছাড়া তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা) দেখানো হয়েছে।

এর আগে তাসনিম জারা তার নির্বাচনী হলফনামায় বাংলাদেশে বার্ষিক ৭ লাখ টাকার বেশি আয় এবং ব্রিটিশ পাউন্ডে বিদেশি আয়ের তথ্য ঘোষণা করেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামা অনুযায়ী, বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। এছাড়া তিনি বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ ২৭ হাজার) ঘোষণা করেছেন। সেই হিসেবে তার বার্ষিক আয় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা। একই হলফনামা অনুযায়ী, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা)।

হলফনামায় আরও বলা হয়েছে, তাসনিম জারার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা। তিনি আয়কর পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা। চাকরি থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। তার ব্যাংক সঞ্চয় খুবই কম; ব্যাংকে জমা রয়েছে মাত্র ২৬৪ টাকা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর