পোস্টাল ভোটের ছবি বা তথ্য শেয়ার করলে এনআইডি ব্লক : ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর ছবি, ভিডিও বা ভোটসংক্রান্ত কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রয়োজনে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে ফৌজদারি মামলাও করা যেতে পারে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে ভোটারকে অঙ্গীকারনামা দিতে হবে। অঙ্গীকারনামা না দিলে ওই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।
তিনি আরও বলেন, যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এবং তা শনাক্ত করা যায়, তবে তার এনআইডি ব্লক করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ করেছে ইসি। প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা, কিংবা নিকটস্থ কোনো সুপরিচিত প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
এসআইবি/এমবি

