নির্ধারিত প্রতীকের মাপে বাড়াবাড়ি নয় : নির্বাচন কমিশন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত মাপের বাইরে গিয়ে নির্বাচনি প্রতীক প্রদর্শন করা যাবে না বলে জানিয়েছে ইসি। প্রতীকের মাপ নিয়ে অতিরিক্ত প্রদর্শনী বা বাড়াবাড়ির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংস্থাটি।
গতকাল রোববার (৪ জানুয়ারি) ইসির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নির্বাচনি প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা; কোনোটিই ৩ মিটারের বেশি হতে পারবে না। পাশাপাশি জীবন্ত কোনো প্রাণীকে নির্বাচনি প্রতীক হিসেবে ব্যবহার বা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণী ব্যবহার মোটেও কাম্য নয়’ এই স্লোগান সামনে রেখে সবাইকে নির্বাচনি আচরণবিধি মেনে চলতে হবে।
ইসি জানায়, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ের শেষ ছিল গতকাল রোববার। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আজ সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
এসআইবি/আইএইচ

