পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ লাখ, কোথায় কত জন?
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও দেশের বাইরে মিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার। সোমবার মধ্যরাতে নিবন্ধন কার্যক্রম শেষ হয়। এ তথ্য জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম শুরু হয় গত ১৯ নভেম্বর। পরে তফসিল ঘোষণার পর দেশে থাকা যোগ্য ভোটারদের জন্যও নিবন্ধন চালু করা হয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচন উপলক্ষে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় দুটি ব্যালট পেপার পাঠানো হবে।
নিবন্ধিতদের মধ্যে দেশের ভেতর থেকে আবেদন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং প্রবাসী বাংলাদেশি রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
ইসি সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে তিন শ্রেণির ভোটার নিবন্ধনের সুযোগ পান। তারা হলেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটার।
২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা নিজ নিজ আসনের প্রার্থী তালিকা, নাম ও প্রতীক ডিজিটাল প্ল্যাটফর্মে দেখে ব্যালটে ‘টিক’ চিহ্ন দিয়ে ভোট দিতে পারবেন। পরদিন থেকেই ডাকযোগে ব্যালট ফেরত পাঠানো যাবে। নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১২ ফেব্রুয়ারির আগে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
ভোটের গোপনীয়তা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ভোট দেওয়ার পর পোস্টাল ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে ইসি।
নিবন্ধিতদের মধ্যে নারী এক-সপ্তমাংশ
মোট নিবন্ধিত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জনের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন এবং নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন।
প্রবাসে সর্বোচ্চ নিবন্ধন
১২৩টি দেশ থেকে মোট ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন।
৩০০ আসনের মধ্যে ফেনী-৩ আসনে সর্বোচ্চ ১৬ হাজার ৯০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। ৬৪ জেলার মধ্যে প্রবাসী নিবন্ধনে কুমিল্লা জেলার বাসিন্দা সবচেয়ে বেশি— ১ লাখ ১২ হাজার ৯০ জন।
দেশের ভেতরে নিবন্ধনের চিত্র
দেশের ভেতরে মোট নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৩৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন, আনসার ও ভিডিপি সদস্য ১০ হাজার ১০ জন এবং কারাগার থেকে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন ভোটার।
এসআইবি/এমবি

