নির্বাচনে ভিডব্লিউবি ও মা-শিশু সহায়তা দিবে জেলা প্রশাসন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১৫:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি স্থগিত না রেখে জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কর্মসূচি দুটি হলো— ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি)।
মঙ্গলবার(৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা–০২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এমসিবিপি ও ভিডিওবি কর্মসূচি জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে চলমান রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।
এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে উল্লিখিত দুটি প্রকল্প জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালনার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ জানানো হয়েছে।
সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জনপ্রতিনিধিদের প্রভাব পড়ার আশঙ্কা থাকে। নির্বাচনকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে এবং একই সঙ্গে জনস্বার্থে এসব সেবা অব্যাহত রাখতে জেলা প্রশাসনের মাধ্যমে কর্মসূচি পরিচালনার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
এসআইবি/এনএ

