Logo

জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, গুনতে হবে ১৫ হাজার ডলার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৫১

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ, গুনতে হবে ১৫ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশিসহ ৩৮ দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা বন্ড’ বা আর্থিক জামানতের নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারীদের ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত অর্থবোধক জামানত দিতে হতে পারে। বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য হলেও কনস্যুলার অফিসার চাইলে তার ওপর ভিসা বন্ডের শর্ত আরোপ করতে পারেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে তিনটি ধাপে— ৫ হাজার, ১০ হাজার বা ১৫ হাজার মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ ১৫ হাজার ডলার প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা হবে।

ভিসা বন্ড হলো এক ধরনের আর্থিক নিশ্চয়তা, যা নিশ্চিত করে আবেদনকারী ভিসার শর্ত, বিশেষ করে অনুমোদিত থাকার সময়সীমা মেনে চলবেন। ভিসাধারী অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে বা ভিসা অনুমোদিত না হলে বন্ড ফেরত দেওয়া হবে। অন্যদিকে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকা, ভিসা স্ট্যাটাস পরিবর্তন বা আশ্রয় (Asylum) আবেদন করা হলে বন্ড লঙ্ঘন হবে।

নতুন নিয়মের আওতায় বাংলাদেশ, আলজেরিয়া, ভুটান, কিরগিজস্তান, নেপাল, নাইজেরিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, উগান্ডা, ভেনেজুয়েলা ও আরও ২৮টি দেশের নাগরিকরা ভিসা বন্ডের শর্তে যুক্ত হবেন। আবেদনকারীদের অবশ্যই ভিসা ইন্টারভিউর সময় ‘DHS Form I-352’ পূরণ করতে হবে এবং অর্থ প্রদান করতে হবে সরকারি ওয়েবসাইট Pay.gov-এর মাধ্যমে।

এছাড়া, ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের জন্য তিনটি বিমানবন্দর ব্যবহার বাধ্যতামূলক— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এবং ডালেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

ভিসা বন্ডের এই উদ্যোগ মূলত বি১ ও বি২ ভিসার মেয়াদ অতিক্রম কমানো এবং সংশ্লিষ্ট দেশের নাগরিকদের ভিসা ব্যবস্থাপনা আরও নির্ভরযোগ্য করতে নেওয়া হয়েছে।

দেশের তালিকা ও বিস্তারিত পড়ুতে ক্লিক করুন। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর