Logo

জাতীয়

ভোটে অভিযোগ জানাতে ইসির আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:০৯

ভোটে অভিযোগ জানাতে ইসির আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন (ইসি) একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে। এ সেলে টেলিফোনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম ও অপপ্রচারসংক্রান্ত অভিযোগ বা তথ্য জানাতে পারবেন নাগরিকেরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনে এ আইনশৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। দেশের যেকোনো নাগরিক টেলিফোনে যোগাযোগ করে অভিযোগ বা তথ্য দিতে পারবেন।

১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সমন্বয় সেল চালু থাকবে। যোগাযোগের জন্য টেলিফোন নম্বরগুলো হলো- ০২৫৫০০৭৪৭০, ০২০৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আপিল আবেদন গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর