অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করেছে সরকার। এতে নতুন করে আরও ১৩৬টি ওষুধ যোগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা হবে। এ সরকারের সময়েই এটি বাস্তবায়িত হবে।
তিনি আরও জানান, ক্যানসার চিকিৎসার ওষুধ এ তালিকায় নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকিগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে। এর গাইডলাইন ইতোমধ্যে কেবিনেট অনুমোদিত।
ডিআর/এমবি

