Logo

জাতীয়

পুরো নির্বাচনী প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে ইইউ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৫

পুরো নির্বাচনী প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে ইইউ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. ইভার্স ইয়াবস বলেন, নির্বাচন কমিশন তাদের সামনে থাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে এবং কমিশন তা যথাযথভাবে মোকাবিলা করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা মাত্র আমাদের মিশন শুরু করেছি। আমাদের একটি দক্ষ দল রয়েছে, যারা পুরো নির্বাচনী প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে। পর্যবেক্ষণ শেষে সব বিস্তারিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান বলেন, বাংলাদেশকে একটি প্রাণবন্ত গণতন্ত্র হিসেবে বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়ন। তাই এ দেশের সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের সুযোগকে ইইউ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

বহুমাত্রিক সমাজ ও দেশব্যাপী পর্যবেক্ষণ করা হবে এবং বাংলাদেশকে একটি সুন্দর ও বৈচিত্র্যময় সমাজ হিসেবে উল্লেখ করে ড. ইভার্স ইয়াবস জানান, তাদের পর্যবেক্ষক দল কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং সারা বাংলাদেশের ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।

নির্বাচনে কোন কোন বিষয়ের ওপর ইইউ বিশেষ নজর দেবে? এমন প্রশ্নের জবাবে মিশন প্রধান বলেন, প্রধানত প্রক্রিয়াগত বিষয়গুলোই তাদের মূল ফোকাস। এর মধ্যে রয়েছে- সঠিক ভোটার নিবন্ধন প্রক্রিয়া, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের সার্বিক আয়োজন ও পুরো নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা।

নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে ড. ইভার্স ইয়াবস বলেন, ইসি তাদের কাছে পুরো নির্বাচনী রূপরেখা ব্যাখ্যা করেছে। একই সঙ্গে কিছু চ্যালেঞ্জের কথাও জানিয়েছে। বিশেষ করে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন করা একটি বড় কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জ। তবে ইইউ প্রতিনিধি দল বিশ্বাস করে, নির্বাচন কমিশন এই পরিস্থিতি দক্ষতার সাথে সামাল দিতে সক্ষম হবে।

বৈঠকে ইইউ’র নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মিশনের ডেপুটি চিফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল অ্যানালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসঙ্ক।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি ইউরোপীয় ইউনিয়ন সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর