Logo

জাতীয়

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ও বাতিল যাদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ও বাতিল যাদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের শুনানিতে ৫২টি আপিল মঞ্জুর করেছে কমিশন। এর মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির এম.এ. হান্নানের আপিলের প্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী এস.কে. একরামুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। স্থগিত রয়েছে ৩টি আপিল আবেদন।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পুরো কমিশন শুনানিতে ছিলেন। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর, ১৫টি নামঞ্জুর এবং ৩টি বিবেচনাধীন রাখা হয়েছে।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর হয়েছে। ১৫টি নামঞ্জুর করেছে কমিশন। এছাড়া তিনজন প্রার্থীর আপিল বিবেচনাধীন রাখা হয়েছে।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন।

এছাড়া আরও যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন- রংপুর-৪ স্বতন্ত্র মো. শাহ আলম বাসার, শরীয়তপুর-১ স্বতন্ত্র মোহাম্মদ গোলাম মোস্তফা, শরীয়তপুর-৩ জাতীয় পার্টি মো. আব্দুল হান্নান, নরসিংদী-১ জাতীয় পার্টি মোহাম্মদ মোস্তফা জামাল, নারায়নগঞ্জ-৪ জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা, ফরিদপুর-৪ বাংলাদেশ খেলাফত মজলিস মিজানুর রহমান, গাজীপুর-৫ বাংলাদেশ খেলাফত মজলিস মো. রুহুল আমীন, চট্রগ্রাম-১১ ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. নুরউদ্দিন, চাপাঁইনবাবগঞ্জ-২ জাতীয় পার্টি মুঃ খুরশিদ আলম, রাজশাহী-৫ বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. আলতাফ হোসেন মোল্লা, কুমিল্লা-১ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বড়ুয়া মনোজিত ধীমন, লালমনির হাট-১ স্বতন্ত্র আবু সামা মো. রেদওয়ানুল হক;

ঢাকা-১৮ ইসলামীয়া আন্দোলন বাংলাদেশ মো. আনোয়ার হোসেন,  চাঁদপুর-২ ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসুর, মাদারীপুর-২ স্বতন্ত্র মুহা: কামরুল ইসলাম সাইদ, বগুড়া-৩ ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. শাহজাহান আলী তালুকদার, কিশোরগঞ্জ-৪ স্বতন্ত্র মো. শাহীন রেজা চৌধুরী, কিশোরগঞ্জ-৫ স্বতন্ত্র শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-১ খেলাফত মজলিস আহমদ আলী, চাঁদপুর-১ জাতীয় পার্টি হাবিব খান, কুমিল্লা-৯ খেলাফত মজলিস মো. আবদুল হক আমিন, নেত্রকোনা-৪ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি চম্পা রানী সরকার, ময়মনসিংহ-৭ বিএনপি ডা. মো. মাহাবুবুর রহমান, পঞ্চগড়-১ ও ২ জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আল রাশেদ প্রধান;

নরসিংদী-৫ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মশিউর রহমান, মাগুরা-২ জাতীয় পার্টি মশিয়ার রহমান, কিশোরগঞ্জ-৪ স্বতন্ত্র কাজী রেহা কবির, হবিগঞ্জ-৪ এবি পার্টি মোকাম্মেল হোসেন, গাইবান্ধা-১ স্বতন্ত্র মো. মোস্তফা মহসিন, গোপালগঞ্জ-২ স্বতন্ত্র কামরুজ্জামান ভূইয়া, ঝালকাঠী-১ জাতীয়পার্টি মো. কামরুজ্জামানখান, শরীয়তপুর-১ স্বতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম, গাজীপুর-৩ ইসলামী ঐক্য জোট হাঃ মাঃ মুফতি শামীম আহমেদ, টাঙ্গাইল-১ স্বতন্ত্র মোহাম্মদ আলী, শরীয়তপুর-১ বাংলাদেশ সুপ্রিম পার্টি নুর মোহাম্মদ মিয়া, গাজীপুর-২ স্বতন্ত্র মো. সালাহউদ্দিন সরকার, গাজীপুর-১ জাতীয় পার্টি এস. এম. শফিকুল ইসলাম;

কিশোরগঞ্জ-১ বাংলাদেশ খেলাফত মজলিস  হেদায়াতুল্লাহ হাদী, গাজীপুর-৫ জাতীয় পার্টি ডা. মো. সফিউদ্দিন সরকার, ফেনী-১  বাংলাদেশ কংগ্রেস ফিরোজ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ-১ বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ (জাসদ) কাজী তোফায়েল আহম্মেদ, বগুড়া-৬ বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল (বাসদ) দিলরুবা, নরসিংদী-২ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ ইব্রাহীম, নড়াইল-২ জাতীয় পার্টি খন্দকার ফায়েকুজ্জামান, দিনাজপুর-৬ স্বতন্ত্র মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্, খুলনা-৫ জাতীয় পার্টি শামিম আরা পারভীন (ইয়াসমীন), ঢাকা-১৮ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সৈয়দ হারুন-অর- রশীদ, কুড়িগ্রাম-২ জাতীয় পার্টি পনির উদ্দিন আহমেদ।

আবেদন নামঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন- নরসিংদী-৪ বাংলাদেশ কংগ্রেস কাজী শরিফুল ইসলাম, বাগেরহাট-১ ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবর রহমান শামীম, রংপুর-১ জাতীয় পার্টি মো. মঞ্জুম আলী, গোপালগঞ্জ-২ স্বতন্ত্র রনী মোল্লা, ঢাকা-৩ স্বতন্ত্র মো. মনির হোসেন, খুলনা-৬ স্বতন্ত্র মো. আছাদুল বিশ্বাস, ঢাকা-৩ জাতীয় পার্টি মো. ফারুক, নাটোর-১ খেলাফত মজলিস মো. আজাবুল হক, নড়াইল-১ স্বতন্ত্র মো. উজ্জল মোল্যা, পাবনা-৩ গণ অধিকার পরিষদ মো. হাসানুল ইসলাম, খুলনা-৩ স্বতন্ত্র আব্দুররউফমোল্যা (অনুপস্থিত), কুমিল্লা-১ স্বতন্ত্র আবু জায়েদ আল মাহমুদ, ঢাকা-১৮ স্বতন্ত্র মো. মহিউদ্দিন হাওলাদার, কক্সবাজার-৩ মো. ইলিয়াছ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ স্বতন্ত্র মুছা সিরাজী।

বিবেচনাধীন প্রার্থীরা হলেন- মুন্সীগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন, যশোর-৫ স্বতন্ত্র প্রার্থী মো. কামরুজ্জামান ও পটুয়াখালী-৩ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর