আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা ইসির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:৫৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ে সংশ্লিষ্ট বাহিনী, দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তফসিল ঘোষণার আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করেছে নির্বাচন কমিশন।
এরই ধারাবাহিকতায় মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার মধ্যবর্তী সময়ে আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার সমন্বয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ১৬টি বিভাগ ও সংস্থার ফোকাল পয়েন্ট বা প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় এক ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি। এরপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব মনোনয়নপত্র সংক্রান্ত আপিল শুনানিতে অংশ নেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় অব্যাহত থাকবে।
এসআইবি/আইএইচ

