ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় : উপ-প্রেস সচিব
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তা আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।
সোমবার (১২ জানুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে আজাদ মজুমদার এ মন্তব্য করেন।
তিনি জানান, ক্রীড়া উপদেষ্টা যে আইসিসির যোগাযোগের কথা বলেছেন, সেটি আসলে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে হুমকি পর্যালোচনার জন্য আইসিসির একটি আন্তঃবিভাগীয় অভ্যন্তরীণ নোট। এটি বাংলাদেশের অনুরোধের জবাবে আইসিসির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নয়।
তিনি আরও স্পষ্ট করেন, বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে যে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো লিখিত জবাব এখনো আইসিসি পাঠায়নি।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসির নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তারা একটি চিঠির মাধ্যমে তিনটি বিষয় উল্লেখ করেছেন, যেগুলো ঘটলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে।
তিনি বলেন, ‘একটি হচ্ছে বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হলে, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকেরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন এবং তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে, ততই নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’
তবে একই সংবাদ সম্মেলনে বক্তব্যের এক পর্যায়ে ক্রীড়া উপদেষ্টা নিজেই জানান, বাংলাদেশ আইসিসিকে দুটি চিঠি দিয়েছে এবং এখনো আইসিসির আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে।
‘আমরা দুইটা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আইসিসির যে উত্তর, সেটার প্রত্যাশা করছি,’ বলেন আসিফ নজরুল।
উপ-প্রেস সচিবের ব্যাখ্যার পর স্পষ্ট হলো, ক্রীড়া উপদেষ্টার বক্তব্যটি আইসিসির চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়, বরং নিরাপত্তা মূল্যায়নসংক্রান্ত একটি অভ্যন্তরীণ নোটের আলোকে দেওয়া মন্তব্য।
এমএইচএস

