যশোর-৪
ঋণখেলাপীর দায়ে বিএনপি প্রার্থী আইয়ুবের মনোনয়ন বাতিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭
ঋণখেলাপীর দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ছবি : সংগৃহীত
ঋণখেলাপীর দায়ে যশোর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী টি এস আইয়ুবের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে যুক্তিতর্কের পর রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা বাতিল রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঋণখেলাপীর দায় থাকায় আইয়ুবকে নির্বাচনী লড়াই থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এসআইবি/এমবি

