Logo

জাতীয়

ফেব্রুয়ারিতে একদিন ম্যানেজ করলেই ৪ দিন ছুটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:১০

ফেব্রুয়ারিতে একদিন ম্যানেজ করলেই ৪ দিন ছুটি

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী মাসে ছুটি নিয়ে আছে বড় সুখবর। একদিন ‘ম্যানেজ’ করলেই ফেব্রুয়ারির শুরুতেই টানা চারদিনের ছুটি পেতে পারেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের ছুটি মিলবে। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

অর্থাৎ, সবকিছু যদি ঠিক থাকে তবে বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চারদিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে।

যদিও এই ছুটি যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল  বলে উল্লেখ করা আছে প্রজ্ঞাপনে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সরকারি ছুটি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর