পোস্টাল ব্যালট নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে যা জানাল ইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৫
পোস্টাল ব্যালটে প্রতীক নিয়ে বিএনপির অভিযোগ ও বাহরাইনে পোস্টাল ব্যালেটের ভিডিও ভাইরালের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, পোস্টাল ব্যালট ও প্রতীক বিন্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। ব্যালট ছাপানোর দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য না নিয়ে তিনি এ বিষয়ে মন্তব্য করতে প্রস্তুত নন। তবে তার জানা মতে, গেজেটে প্রকাশিত প্রতীক বরাদ্দের ক্রম অনুযায়ীই ব্যালট ছাপা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণ সংক্রান্ত ঘটনায় তিনি জানান, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল ব্যালট পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোস্টাল সিস্টেম ভিন্ন হওয়ায় বাহরাইনে একটি নির্দিষ্ট বক্সে প্রায় ১৬০টি ব্যালট রাখা হয়েছিল। পরে প্রবাসীরা নিজেদের মধ্যে ব্যালট বিতরণ করেছেন। ভিডিও ধারণ ও প্রচার অনুচিত হলেও কোনো ব্যালটের খাম খোলা হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বিষয়টি ইতোমধ্যে বাহরাইন পোস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত বিষয়টি তদারকি করছেন এবং বাহরাইন পোস্ট কর্তৃপক্ষ তদন্ত করে জানাবে নিয়ম অনুযায়ী কোনো ব্যত্যয় ঘটেছে কি না।
এর আগে গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পোস্টাল ব্যালেটে ধানের শীর্ষ প্রতীকের অবস্থান নিয়ে অভিযোগ জানায়।
এসআইবি/আইএইচ

