Logo

জাতীয়

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা হচ্ছে না : ইসিকে জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:৪১

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা হচ্ছে না : ইসিকে জামায়াত

প্রচারণা শুরুর আগেই ভোটের মাঠে সমতা (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হচ্ছে না এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না; বরং যারা আচরণবিধি মানছেন, তাদের হয়রানি করা হচ্ছে জরিমানা নোটিশসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত জামায়াতের পক্ষ থেকে দাখিল করা অসংখ্য অভিযোগ কাগজে জমে থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। একই সঙ্গে দলীয় প্রধানদের প্রটোকল ও নিরাপত্তার ক্ষেত্রেও সমতা রক্ষা করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ জানান, সুষ্ঠু নির্বাচনের মৌলিক শর্তগুলোর অন্যতম হলো লেভেল প্লেয়িং ফিল্ড। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই সমতা সম্ভব নয়। তার দাবি, ২২ জানুয়ারির আগে প্রচারণা নিষিদ্ধ থাকলেও কিছু এলাকায় নির্দিষ্ট কয়েকটি দলের প্রার্থীরা অবাধে প্রচারণা চালাচ্ছেন। অথচ জামায়াতের প্রার্থীরা প্রচারণা না করে কেবল দলীয় সভা-সমাবেশ করলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী কর্মকর্তারা জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এমন অভিযোগ রয়েছে। একদিকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো পদক্ষেপ নেই, অন্যদিকে লঙ্ঘন না করেও জরিমানা ও নোটিশ দেওয়া হচ্ছে এতে নির্বাচনী সমতা ভঙ্গ হচ্ছে।

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, বড় দুই রাজনৈতিক জোট বা দলের ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রটোকল ও নিরাপত্তা যদি থাকে, তবে সেখানে ইকুইটি বা ন্যায্যতা নিশ্চিত করতে হবে। আগেও কমিশন আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

প্রবাসীদের পোস্টাল ব্যালট প্রসঙ্গে জামায়াতকে জড়িয়ে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, বাহরাইনসহ বিদেশে জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক শাখা নেই। যেখানে দলীয় কমিটি নেই, সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশ্নই ওঠে না।

এর আগে এক সপ্তাহ আগে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে বৈঠক করে। সে সময় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নিয়োগে দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবি জানানো হয়।

এদিকে একই দিনে দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দলও সিইসির সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রবাসীদের ভোটের প্রথম প্রয়োগ হওয়ায় কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, তবে এসব ভুলে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কিছু কার্যক্রম হয়েছে, যার প্রমাণ প্রকাশ্যে এসেছে।

প্রসঙ্গত, বাহরাইনে ১৬০টি ব্যালট পেপারের খাম ও কাতারে একটি বাসায় ব্যালট খাম বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কোনো খাম খোলা হয়নি এবং ভোটের গোপনীয়তা লঙ্ঘিত হয়নি।

এসআইবি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর