কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ২০:৫০
হাসনাত আব্দুল্লাহ/ ফাইল ছবি
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা আপিল খারিজ হওয়ায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে কমিশন।
অন্যদিকে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
এএস/

