Logo

জাতীয়

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৩

শেষ দিনের আপিল শুনানি করছে নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন রোববার অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এদিন প্রায় অর্ধশত আপিলের ওপর সিদ্ধান্তের ঘোষণা হবে। গত আট দিনে মোট ৩৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র ফিরে দেওয়া হয়েছে। আর চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর