ফরিদপুর-১ : শাহ্ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৩:১৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে সব অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন ও নথিপত্রে গরমিলের অভিযোগে করা এক আপিল খারিজ করে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন বেঞ্চে এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের বক্তব্য এবং দাখিলকৃত নথিপত্র পর্যালোচনা শেষে কমিশন এ রায় প্রদান করে।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের এনডিএফ মনোনীত প্রার্থী শাহ্ মো. আবু জাফর।
আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরের আয়কর সনদ ও হলফনামার তথ্যে ব্যাপক গরমিল রয়েছে। রিটার্নিং কর্মকর্তা তাকে নিয়মবিরোধীভাবে নথিপত্র সংশোধনের সুযোগ দিয়েছেন। তবে শুনানি শেষে নির্বাচন কমিশন শাহ্ জাফরের এ অভিযোগের ভিত্তি খুঁজে না পাওয়ায় তা খারিজ করে দেয় এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রাখে।
নির্বাচন কমিশনের এ চূড়ান্ত রায়ের খবর ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
রায়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ‘আমি শুরু থেকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। সত্যের জয় হয়েছে। নির্বাচন কমিশন সঠিক ও নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কোনো ষড়যন্ত্রই আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে পারেনি। এখন আমার একমাত্র লক্ষ্য এই আসনের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা।’
মিয়া রাকিবুল/এমবি

