Logo

জাতীয়

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৪

আইসিএমএবি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

আইসিএমএবি’র প্রেসিডেন্ট মো. কাওসার আলম ও সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম

ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ২০২৬ সালের জন্য নতুন অফিস বেয়ারারগণ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইনস্টিটিউটের ১৯তম কাউন্সিলের প্রথম সভায় মো. কাওসার আলম এফসিএমএ আইসিএমএবি’র প্রেসিডেন্ট নির্বাচিত হন। 

আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ এবং এস. এম. জাহির উদ্দিন হায়দার এফসিএমএ  উভয়ে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হন। মনজুর মো. সাইফুল আজম এফসিএমএ সেক্রেটারি এবং অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান এফসিএমএ ট্রেজারার নির্বাচিত হন।

নবনির্বাচিত প্রেসিডেন্ট কাওসার আলম বর্তমানে সেভেন রিংস সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংক পিএলসি’র পরিচালক এবং সামাজিক উন্নয়নমূলক সংস্থা আর্ক ফাউন্ডেশনের সম্মানসূচক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আইসিএমএবিতে ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি আইসিএমএবি’র ফেলো সদস্য (এফসিএমএ) হওয়ার পাশাপাশি ইংল্যান্ড থেকে এসিএ (ACA), এবং এফসিএস (FCS) ও এফসিসিএ (FCCA) উপাধিধারী।

ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল মতিন পাটওয়ারী, এফসিএমএ (FCMA) বর্তমানে রিভাজুর প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

অপর ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহির উদ্দিন হায়দার বর্তমানে হোসাফ গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত। তিনি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নবনির্বাচিত সেক্রেটারি মনজুর মো. সাইফুল আজম বর্তমানে সিসমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। 

ট্রেজারার অধ্যাপক ড. মো. মুসফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর