চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:০৭
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এর আগে ঋণখেলাপীর দায়ে তার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীন আপিল করেন। সেই আপিলের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট প্রার্থীর দাখিলকৃত নথিপত্র ও আপিলকারীর বক্তব্য যাচাই-বিশ্লেষণ করে মনোনয়ন বাতিলের রায় দেয়।
এসআইবি/এআরএস

