Logo

জাতীয়

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৫

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

ছবি : বাংলাদেশের খবর

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পোস্টাল ব্যালট এই প্রতীক বিন্যাস নিয়ে বিএনপির উদ্বেগ এবং ‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ’ বিভিন্ন অভিযোগ তুলে, নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচির মধ্যে এ বৈঠক হচ্ছে।

বিএনপি প্রতিনিধি দলে আরও রয়েছেন স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও ব্যারিস্টার রুহুলকুদ্দুস কাজল।

এসআইবি/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিইসি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর