Logo

জাতীয়

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪১

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ১ লাখ, নৌবাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭৩০ (স্থলভাগে ১ হাজার ২৫০), পুলিশ ১ লাখ ৪৯ হাজার ৪৪৩, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫ লাখ ৭৬ হাজার ৩১৪, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্টগার্ড ৩ হাজার ৫৮৫, র‍্যাব ৭ হাজার ৭০০ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩৯০ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পর্যায়ে মোতায়েন করা হবে। প্রথম পর্যায়ে চলমান মোতায়েন কার্যকর থাকবে, দ্বিতীয় পর্যায়ে ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব পালন করা হবে। ভোটকেন্দ্রিক মোতায়েনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিন দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, পুলিশ, আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয়ে সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‍্যাবের অংশগ্রহণে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে। প্রতিটি সেলে সংশ্লিষ্ট বাহিনীর একজন করে প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নেওয়া হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর