Logo

জাতীয়

এ নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন : এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

এ নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন : এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচনকে দেশের ভাগ্য নির্ধারণের মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘এই নির্বাচন দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু হতেই হবে।’

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবগঠিত ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান। তিনি বলেন, ‘নিরপেক্ষতা নিশ্চিতের জন্যই লটারির মাধ্যমে মাঠ প্রশাসনে রদবদল করা হয়েছে। এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই।’

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রযুক্তিগত ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, জানুয়ারির মধ্যেই অধিকাংশ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কর্মকর্তাদের বডি ক্যামেরা থাকবে, যা সরাসরি কন্ট্রোল রুম থেকে মনিটর করা হবে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আইনসম্মতভাবেই এই প্রচারণা চালাচ্ছে। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট কেন প্রয়োজন এবং এর সুফল কী, তা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করছি। এ ব্যাপারে সকল রাজনৈতিক দলকেও আহ্বান জানিয়েছি।’

তিনি একটি উৎসবমুখর পরিবেশ তৈরিতে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনসহ সবার সহযোগিতা কামনা করেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন। তারা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তারা জানান, এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছেন।

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সম্পর্কিত যেকোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন। কেউ যেন আইন অমান্য করতে না পারে, সরকার সেই ব্যবস্থা নেবে।’

বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা।

সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর