গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। ঘোষিত তফসিল অনুযায়ী, পাবনা-১ ও পাবনা-২ আসন ছাড়া দেশের বাকি ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র বৈধ প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা, বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে বর্তমানে মোট বৈধ প্রার্থী রয়েছেন ২ হাজার ২৫৪ জন। আজ বিকেল ৫টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা নিজে অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রত্যাহারপত্র জমা দিতে পারবেন।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, “বিকেল পাঁচটার মধ্যে অফিসারের কার্যালয়ে এসে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করা যাবে।”
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর আগামীকাল বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে।
এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ অনুচ্ছেদ অনুযায়ী, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী নির্ধারিত তারিখের মধ্যে লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। একই আসনে কোনো রাজনৈতিক দল একাধিক প্রার্থী দিলে দলীয় সভাপতি বা সাধারণ সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্রের ভিত্তিতে একজনকেই প্রার্থী হিসেবে গণ্য করা হবে। একবার প্রার্থিতা প্রত্যাহার বা চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর তা আর বাতিল বা পরিবর্তন করা যাবে না।
প্রার্থিতা প্রত্যাহারের পরদিন নির্ধারিত পদ্ধতিতে রিটার্নিং অফিসাররা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন এবং সেই অনুযায়ী নির্বাচনী কার্যক্রম পরবর্তী ধাপে এগিয়ে যাবে।
এমএইচএস

