Logo

জাতীয়

ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইসির কাছ থেকে তথ্য নিল সুইডেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:০২

ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ইসির কাছ থেকে তথ্য নিল সুইডেন

ছবি : বাংলাদেশের খবর

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে খোঁজখবর নিয়েছে সুইডেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত। বৈঠকে নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি কমিশনের কাছ থেকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চান। এ সময় ইতোমধ্যে সম্পন্ন হওয়া মনোনয়নপত্র বাছাই ও আপিল শুনানির প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়।

ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন কীভাবে মোকাবিলা করা হচ্ছে, সে বিষয়েও জানতে চেয়েছেন সুইডিশ প্রতিনিধিরা। পাশাপাশি নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হবে কি না, সে বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ইসি সচিব জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা সম্পর্কেও সুইডিশ রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী ২৫ জানুয়ারি নির্বাচন বিষয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন গণভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর