Logo

জাতীয়

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি

নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে পাঠানো ইসির চিঠি থেকে এ তথ্য জানা গেছে। বিএনপির করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ককে এ সতর্কতামূলক চিঠি পাঠানো হয়।

ইসির চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হয় যে, ২১ জানুয়ারির আগে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও উল্লিখিত চারটি দল প্রচারণা অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর পরিপন্থী।

অভিযোগ পর্যালোচনা করে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও দলের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর