Logo

জাতীয়

পোস্টাল ভোটিংয়ে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : সিইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২০:৪৭

পোস্টাল ভোটিংয়ে এআই অপপ্রচার মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : সিইসি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণকে ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপপ্রচার ছড়ানোর আশঙ্কাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, পোস্টাল ভোটিং নিয়ে যেসব সমালোচনা করা হচ্ছে, তার পেছনে কোনো ‘মোটিভ’ কাজ করেনি।

মঙ্গলবার কমিশনে সব রাজনৈতিক দলের ‘টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন’ প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “হুটহাট ভুল ত্রুটি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। আমি ভুল হয়েছে বলবো না। অনেক সময় বোঝাপড়া স্পষ্ট হয়ে গেলে, বিভ্রান্তি দূর হয়ে গেলে দেখবেন যে, নিজে নিজেই বুঝবেন যে, না এখানে আসলে কোনো, অন্য কোনো উদ্দেশ্য কাজ করে নাই। এই জিনিসটা হয়েছে।

“এই যে সত্যিকার অর্থে কি ঘটনা ঘটেছে, সেটা অনেক সময় না জেনে, না জানার কারণে অনেকের মধ্যে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা আসে।”

সিইসি বলেন, “আর এখন তো জানেন আপনারা এআই এর যুগ, এআই নিয়ে আমি শঙ্কা একদম প্রথম থেকেই প্রকাশ করে আসতেছিলাম যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে।

“এবং এই চ্যালেঞ্জ মোকাবিলাটা হবে আমাদের জন্য একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে, এরকম একটা, আমি একদম প্রথম থেকে, গোড়া থেকে বলে আসতেছিলাম।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে।

এই নির্বাচনে ৫১ দল ও স্বতন্ত্র মিলে দুই হাজারেরও বেশি প্রার্থী রয়েছেন।

বুধবার প্রতীক বরাদ্দর পর বৃহস্পতিবার থেকে ভোটের প্রচার শুরু হবে। ‎প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট দেওয়া শুরু করতে পারবেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে ‘স্বচ্ছ ধারণা’ দিতে নিবন্ধিত রাজনৈতিক দলের ‘টেকনিক্যাল’ জ্ঞানসম্পন্ন দুজন করে প্রতিনিধি এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা তার মনোনীত ‘টেকনিক্যাল’ জ্ঞানসম্পন্ন উপযুক্ত প্রতিনিধিকে ব্রিফিং করে কমিশন।

সেখানে তাদের সকল প্রশ্নের জবাব দেওয়া হয়েছে বলে তুলে ধরেন সিইসি।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিইসি সংসদ নির্বাচন পোস্টাল ভোট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর