২৫ জানুয়ারির মধ্যে প্রবাসীদের পোস্টাল ভোট শেষ করার আহ্বান ইসির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১২:৪০
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর ২৫ জানুয়ারির মধ্যে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের প্রদত্ত পোস্টাল ব্যালট যেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছায়, সে লক্ষ্যে এই আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পোস্ট করা না হলে যথাসময়ে পৌঁছানোর বিষয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান শেষে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার বিষয়টি প্রবাসী ভোটারদের নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, প্রথমবারের মতো পোস্টাল ভোটের আওতায় পৃথিবীর ১২২টি দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী নিবন্ধন করেছেন। তাদের কাছে ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। আজ (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এমএইচএস

