Logo

জাতীয়

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সারজিস আলমের

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ২০:২৭

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সারজিস আলমের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ তুলেছেন পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী সারজিস আলম। 

তিনি দাবি করেছেন, তারেক রহমানের কার্ড দেখিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে ভোট চাওয়া নির্বাচনি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

সারজিস আলম বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছেন, এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেওয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। গতকাল তারেক রহমান দলীয় প্রধান হিসেবে একটা কার্ড দেখিয়েছেন কড়াইল বস্তির একটি প্রোগ্রামে। তিনি বলছেন, এটা দিয়ে হবে, যেটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। 

স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটার ও বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভয়ের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা দমন-পীড়নের রাজনীতি করতে চাইবে, তাদের নজির এক বছর চার মাস আগেই এ দেশের মানুষ দেখেছে। ভোটারদের যদি ভয় দেখানো হয়, তবে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা সাধারণ মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো।’

বিএনপির প্রস্তাবিত কার্ডের মাধ্যমে চাল-ডাল-তেল দেওয়ার প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, ‘তারা কি জনগণকে অক্ষম করতে চায়? আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা কাউকে ধমক দেই না, এটা আমাদের রাজনৈতিক চরিত্রে নেই। তবে কেউ যদি আমাদের কর্মী-সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, নাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না।’

এসকে দোয়েল/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর