সিলেটে এসে পৌঁছেছেন বিএনপি প্রধান তারেক রহমান। বুধবার রাত ৮টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরুর লক্ষ্যে তার এই সিলেট সফর।
জানা গেছে, তারেক রহমানের সঙ্গে আছেন ১৩ সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে থাকছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, তিনি বুধবার রাতেই হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
সিলেট সফরের পর তারেক রহমান পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।
সর্বশেষ ২২ বছর আগে তারেক রহমান সিলেট গিয়েছিলেন জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব হিসেবে। সেই সময়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করতেন।
দলীয় প্রধানের এই আগমনকে ঘিরে গোটা সিলেট এখন উৎসবের নগর। পাশাপাশি তার আগমনকে কেন্দ্র করে পুরো শহর নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) গ্রহণ করেছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরজুড়ে ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। জনসভাস্থল সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় কয়েকশ সাদা পোশাকের গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে। নগরের প্রবেশপথগুলোতে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। র্যাব ও পুলিশের বিশেষায়িত টিম গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টহল দিচ্ছে।
জনসভাস্থল ও মাজার সংলগ্ন এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যা সরাসরি কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটের বিএনপি নেতৃবৃন্দ এরই মধ্যে পুলিশ কমিশনারের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছেন। তারেক রহমান যে সকল ভেন্যুতে যাবেন, চলাচলের পথে নিরাপত্তা দেয়া হবে। পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এদিকে, নগরের রিকাবীবাজার, চৌহাট্টা, আম্বরখানা ও দরগাহ গেট এলাকা ঘুরে দেখা গেছে সাজসাজ রব। অন্তত ২০টি পয়েন্টে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির তোরণ। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে রাজপথ। দলীয় নেতাকর্মীরা বলছেন, এটি কেবল একটি জনসভা নয়, এটি বিএনপির শক্তির জানান দেওয়ার এক বড় প্ল্যাটফর্ম।
মো. রেজাউল হক ডালিম/এসএসকে/

