ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
কোন দলের কত প্রার্থী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৯
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে থাকছে ৫১টি রাজনৈতিক দল ও ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে এবারের নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৮১ জন।
বুধবার (২১ জানুয়ারি) এসব প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে তাঁরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৯৮টি সংসদীয় আসনে এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের প্রার্থী সংখ্যা আগামী ২৭ জানুয়ারির পর চূড়ান্ত হবে।
দলভিত্তিক প্রার্থী সংখ্যা
দলভিত্তিক হিসেবে এবার সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—২৮৮ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের প্রার্থী ২৫৩ জন। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী দিয়েছে ২২৪ জন।
অন্যান্য উল্লেখযোগ্য দলগুলোর প্রার্থী সংখ্যা
- জাতীয় পার্টি (জাপা) : ১৯২ জন
- গণঅধিকার পরিষদ (জিওপি) : ৯০ জন
- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) : ৬৫ জন
- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) : ৩৯ জন
- বাংলাদেশ খেলাফত মজলিস : ৩৪ জন
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) : ৩২ জন
- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) : ৩০ জন
- বাসদ (মার্কসবাদী) : ২৯ জন
- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট : ২৬ জন
- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) : ২৬ জন
- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) : ২৩ জন
ছোট ও মাঝারি দল মিলিয়ে বাকি দলগুলোর প্রার্থী সংখ্যা ১ থেকে ২০ জনের মধ্যে সীমাবদ্ধ।
স্বতন্ত্র প্রার্থী
এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৪৯ জন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনেক আসনেই স্বতন্ত্র প্রার্থীরা জয়-পরাজয়ের ব্যবধান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যারা ভোটে নেই
নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে কয়েকটি দল এবার নির্বাচনে অংশ নিচ্ছে না। এর মধ্যে উল্লেখযোগ্য— বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, কৃষক শ্রমিক জনতা লীগ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।
আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এতে ভোট দেবেন প্রায় পৌনে ১৩ কোটি ভোটার। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এসআইবি/এমএইচএস

