Logo

জাতীয়

বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত : টিআইবি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৩:২৯

বিএনপির ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত : টিআইবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশই ঋণগ্রস্ত, যা সব রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রার্থীদের ইশতেহার ও হলফনামা বিশ্লেষণ করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

মূল প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার কমিউনিকেশন ও আউটরিচ বিভাগের পরিচালক তৌহিদুল ইসলাম।

টিআইবির তথ্যে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও ২৪৯ জন স্বতন্ত্র প্রার্থীসহ ১ হাজার ৯৮১ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন। মোট প্রার্থীর ২৫.৫ শতাংশের ঋণ বা দায় রয়েছে। প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮ হাজার ৮৬৮.৫ কোটি টাকা। যার মধ্যে ব্যাংক ঋণ ১৭ হাজার ৪৭১.৬৭ কোটি টাকা।

টিআইবি জানায়, বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ঋণগ্রস্তের হার ৩২.৭৯ শতাংশ এবং জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ২৬.৯৭ শতাংশ ঋণগ্রস্ত।

প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণ লক্ষ্যমাত্রা ৫ শতাংশ পূরণ করতে পারেনি। 

প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশের বেশি ব্যবসার সঙ্গে জড়িত। আইন ও শিক্ষক পেশার প্রার্থী যথাক্রমে ১২.৬১ শতাংশ এবং ১১.৫৬ শতাংশ। রাজনীতিক পেশা হিসেবে মাত্র ১.৫৬ শতাংশ প্রার্থী নিজেকে উল্লেখ করেছেন।

অস্থাবর ও স্থাবর সম্পদের ভিত্তিতে এবার কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন এবং শতকোটিপতি ২৭ জন। প্রার্থীদের মধ্যে ৫৩০ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা চলমান, যা মোট প্রার্থীর ২২.৬৬ শতাংশ। অতীতে মামলা ছিল ৭৪০ জন প্রার্থীর বিরুদ্ধে, যা ৩১.৬৪ শতাংশ।

নির্বাচনী খরচের দিকেও নজর দিলে দেখা যায়, সব দলের প্রার্থীদের ঘোষিত সর্বমোট ব্যয় ৪৬৩.৭ কোটি টাকা। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় প্রায় সাড়ে ২২ লাখ টাকা। সর্বোচ্চ ব্যয় করেছে বিএনপি (১১৯.৫ কোটি টাকা) এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী (৮০.৬ কোটি টাকা)।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, ২৫৯ জন প্রার্থীর তুলনায় ১১৮ জন প্রার্থীর স্বামী-স্ত্রী বা নির্ভরশীলদের অস্থাবর সম্পদের পরিমাণ বেশি। একইভাবে ১১৮ জন প্রার্থীর ক্ষেত্রে দালান বা ফ্ল্যাট এবং ১৬৪ জন প্রার্থীর ক্ষেত্রে জমির পরিমাণ তুলনামূলক বেশি পাওয়া গেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিআইবি বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর