Logo

জাতীয়

নির্বাচন কমিশনে রুমিন ফারহানা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:২৯

নির্বাচন কমিশনে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনে এসেছেন। ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনে এসেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টা নাগাদ তিনি নির্বাচন কমিশনে আসেন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ্দিনের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এর আগে তাকে নির্বাচনী এলাকায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুই দফা শোকজ নোটিশ প্রদান করা হয়।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নোটিশে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। আগামী ২২ জানুয়ারি বেলা ২টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদালতের সিভিল জজ আদালতে অবস্থিত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করেন। এ সময় কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গেলে রুমিন ফারহানা ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ‘মব’ সৃষ্টি করে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ ওঠে।

এসআইবি/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর