Logo

জাতীয়

ভোটারের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের তথ্য পেয়েছে ইসি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯

ভোটারের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহের তথ্য পেয়েছে ইসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নির্বাচনী প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের অভিযোগ পেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ ধরনের কর্মকাণ্ড আইন ও আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের এনআইডি বহন বা হস্তান্তর করা নিষিদ্ধ। পাশাপাশি ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫’-এর বিধি-৪ অনুসারে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাদের পক্ষে কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান বা উপহার প্রদান কিংবা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

নির্বাচন কমিশন সকল নাগরিক ও সংগঠনকে এসব কার্যক্রম থেকে বিরত থাকতে এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দেশের ২৯৮টি সংসদীয় আসনে ১ হাজার ৯৮১ জন প্রার্থী এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসআইবি/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর