নির্বাচনে কারচুপির খেলার সাহস যেন কোনো দল না দেখায় : রুমিন ফারহানা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৬:২১
নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার সাহস যেন কোনো রাজনৈতিক দল না দেখায়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাসউদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, নির্বাচনের মাঠে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। এই সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানুষ ১৫ বছর ধরে লড়াই করেছে। আমরা যে যে দলেই ছিলাম, সবাই নিজ নিজ অবস্থান থেকে এই লড়াই করেছি। সুতরাং বাংলাদেশে আরেকটি কারচুপির নির্বাচন, আরেকটি ম্যানিপুলেটেড ইলেকশন আমরা হতে দেবো না—ইনশাআল্লাহ।
আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজের জবাবে তিনি বলেন, যেটার জবাব দেওয়ার ছিল, সেটা আমি ২০ তারিখেই লিখিতভাবে দিয়ে দিয়েছি। ওই দিনই একটি লিখিত জবাব জমা গেছে। আর আজকে আমি নির্বাচন কমিশনেও এসে একই বিষয়ে আরেকটি জবাব দিয়ে গেলাম।
রুমিন ফারহানা বলেন, ২২ তারিখে আমার প্রচারণার মাঠে থাকার কথা ছিল। কিন্তু বাধ্য হয়েই আজ আমাকে ঢাকায় আসতে হয়েছে। কারণ আমার কাছে মনে হয়েছে— প্রশাসন ও পুলিশের যে মাত্রায় নিরপেক্ষ থাকার কথা, বাস্তবে তারা সেই মাত্রায় নিরপেক্ষ নয়।
তিনি বলেন, আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। তাদের মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে, বাড়িতে আগুন দেওয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো মামলা হয়নি।
রুমিন ফারহানা বলেন, এ প্রেক্ষাপটে আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে—আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমাকে বড় বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এ অবস্থায় যদি প্রশাসন একেবারেই নিরপেক্ষ না থাকে, তাহলে বাংলাদেশে আবার ৫ আগস্টের মতো কিংবা ২০১৮ সালের নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হলে তার পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না।
‘এ বিষয়গুলো আমি আজ নির্বাচন কমিশনকে জানিয়েছি। একই সঙ্গে আজ ইউরোপীয় ইউনিয়নের অবজার্ভারদের সঙ্গেও আমার বৈঠক রয়েছে। তাদের কাছেও আমি এসব বিষয় স্পষ্টভাবে তুলে ধরব।’
শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমি ডেফিনিটলি নির্বাচনের মাঠে থাকবো। এবং সময় সময় আমার মিডিয়ার সহকর্মী ভাইদের আমি বিষয়গুলো অবহিত করবো। অবজার্ভারদেরকেও অবহিত করবো। অর্থাৎ আমার হাতে যতটুকু রিসোর্স আছে, যতটুকু উপায় আছে— প্রত্যেকটা উপায় ব্যবহার করার চেষ্টা করবো। কারণ আমি একটি সহি ও সুষ্ঠু নির্বাচন চাই। যাই হোক না কেন, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো।
এসআইবি/এমবি

