ইসি সচিব
পোস্টাল ভোট ও গণভোটের কারণে এবার ভোট গণনায় সময় বেশি লাগবে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:২৬
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি : বাংলাদেশের খবর
পোস্টাল ভোট ও গণভোট থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় সময় বেশি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, আমরা সাধারণত তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র বরাদ্দ করি। কিন্তু এ বছর দুইটি ভোট একসঙ্গে হতে যাচ্ছে। যেখানে গণভোটও রয়েছে। সে ভোটগুলো গুনতে হবে। তাছাড়া প্রবাসীদের ভোটগুলো থাকবে রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখানে ভোটগুলো গুনতে হবে। একসঙ্গে করে ফলাফল প্রকাশ করতে কিছুটা সময় বেশি প্রয়োজন হবে।
এমএএস/এমবি

