Logo

জাতীয়

নির্বাচনের আগে মোবাইল ও আই ব্যাংকিং সীমিত হবে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৮

নির্বাচনের আগে মোবাইল ও আই ব্যাংকিং সীমিত হবে

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচনের আগে মোবাইল ও আই ব্যাংকিং সীমিত করা হবে। তবে পুরোপুরি বন্ধ করা হবে না।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং (এমএফএস) ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বিষয়ে আজকে আলোচনা হয়েছে। কিছু রেগুলেটরি মেজার ইন প্লেস থাকবে। তবে সম্পূর্ণ শাটডাউন একদিন বা দুইদিনের জন্য— এমন কিছু হবে না। অতীতে হয়তো এমন ছিল, কিন্তু এবার তা হবে না। আই ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস— দুটোর ক্ষেত্রেই নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে যে ২৪ বা ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণ ট্রানজেকশন বন্ধ করা হবে না। বরং লিমিট বা ক্যাপিং করা হতে পারে। পি-টু-পি, এজেন্ট ও মার্চেন্ট— এই তিন ধরনের অ্যাকাউন্ট নিয়ে রেগুলেটরি বডি আমাদের স্পষ্ট প্রস্তাবনা দেবে।

বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সচিব বলেন, ফরেন অবজার্ভারদের বিষয়ে আমরা বিভিন্ন সংস্থা থেকে মোট ৮৩ জনকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে ৩৬ জন কনফার্ম করেছেন এবং পাঁচটি সংস্থা রিগ্রেট জানিয়েছে। আরও কিছু কনফারমেশন আসার অপেক্ষায় আছে। আমাদের দুটো পদ্ধতি ছিল— একটি কো-ইনভাইটেশন এবং আরেকটি ওপেন ইনভিটেশন (বিশেষ করে সাংবাদিক ও অবজার্ভারদের ক্ষেত্রে)।

এ পর্যন্ত ৫০ জন সাংবাদিক তাদের ইন্টারেস্ট দেখিয়েছেন যে তারা এখানে নির্বাচন পর্যবেক্ষণে আসতে চান। এছাড়া ৭৮ জন অবজার্ভারও আগ্রহ প্রকাশ করেছেন। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ভিসা প্রাপ্তির বিষয়ে আলোচনা হয়েছে— অন অ্যারাইভাল ভিসা বা পয়েন্ট অব ডিপারচার থেকে ভিসা নেওয়ার কথা বলা হয়েছে। কেউ যদি না পারেন, তাহলে বিমানবন্দরে হেল্প ডেস্ক থাকবে। এছাড়া হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থানরত অতিথিদের জন্য সেখানেও হেল্প ডেস্ক, মিডিয়া সেল ও কো-অর্ডিনেশনের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। এই সংখ্যা ৭৫ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মোট সংখ্যা প্রায় ৩০০-এর কাছাকাছি হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে দুজনকে আমন্ত্রণ জানানো হলেও সম্ভবত ১০ জন আসবেন। তুরস্ক থেকেও দুজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা নয়জন আসবেন বলে জানিয়েছেন।

এমএএস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর